জমজম বাংলাদেশ গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের চরম দরিদ্র মানুষের সহায়তা করে আসছে।
বস্তিতে বসবাস করা অনেকেই কেবল নামগতই মুসলিম। তাদের ইসলামিক মৌলিক জ্ঞান, কি ঠিক কি ভুল এসব কিছুই জানা নেই। বস্তির পরিবেশ অযত্নে রেখে সমাজের স্বাস্থ্যসম্মত বিকাশ অর্জন করা খুবই কঠিন। বর্তমান অবস্থায় জমজমের জন্য কাজটি বিশাল ও কঠিন, তবু জমজম বাংলাদেশ বস্তির শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছে; কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগ প্রয়াস সীমার তুলনায় অতি ক্ষুদ্র।
২০০৮ সালে শুরু করে জমজম বাংলাদেশ বস্তি এলাকায় বসবাসকারীদের জীবনধারায় মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করে আসছে। বর্তমানে জমজম বাংলাদেশ সিলেট সিটিতে প্রায় ৭২টি এমন কেন্দ্র পরিচালনা করে যা আনুমানিক ১৭০০ শিশুদের পড়ায়।